কুয়েতের ২১টি মসজিদে এবার বাংলা খুতবাসহ ঈদের নামাজ আদায় করতে পারবেন প্রবাসীরা। শাওয়াল মাসের চাঁদ দেখার ভিত্তিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে শুক্রবার (২১ এপ্রিল) অথবা শনিবার (২২ এপ্রিল) পালিত হবে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবের একটি পবিত্র ঈদুল ফিতর।

কুয়েত সিটি, জিলিব সুয়েখ, হাসাবিয়া, ফারওয়ানিয়া, আবদালি থেকে ওফরাসহ বাংলাদেশি অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে বাংলা খুতবাসহ ঈদের নামাজ আদায় করতে পারবেন জেনে আনন্দিত প্রবাসীরা।

দেশটির সব মসজিদে একযোগে ঈদের জামাত অনুষ্ঠিত হবে ঈদের দিন ভোর সাড়ে ৫টায়।

আরব দেশে নিজ ভাষায় বাংলা খুতবাসহ নামাজ আদায় করা সৌভাগ্যের বলে মনে করেন প্রবাসীরা। আগে থেকেই শুক্রবার মধ্যপ্রাচ্যে ঈদ হবে বলে ধারণা ছিল। আমিরাতের মহাকাশ গবেষণা সংস্থা আমিরাত অ্যাস্ট্রোনমি সোসাইটি প্রায় দুই সপ্তাহ আগে জানিয়েছিল, এবার মধ্যপ্রাচ্যে ২৯টি রোজা হবে এবং ২০ এপ্রিল রাতে চাঁদ দেখা সাপেক্ষে এ অঞ্চলের মানুষ শুক্রবার ঈদ উদযাপন করবেন।

তবে সোমবার (১৭ এপ্রিল) আবুধাবিভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, মধ্যপ্রাচ্যে ঈদ হতে পারে শনিবার (২২ এপ্রিল)। তাদের দাবি, ২৯ রমজানের রাতে খালি চোখে বা টেলিস্কোপে মধ্যপ্রাচ্যের কোথাও চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা নেই।