বিশ্ব দরবারে বাংলাদেশের সবচেয়ে বড় বিজ্ঞাপনের নাম ‘সাকিব আল হাসান’। প্রায় সব দেশের ফ্র্যাঞ্চাইজি লিগেই খেলেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। এবার লাল-সবুজের এই প্রতিনিধিকে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড আয়োজিত লঙ্কা প্রিমিয়ার লিগেও (এলপিএল) দেখা যাবে।

এলপিএলে গল গ্ল্যাডিয়েটরসের হয়ে খেলবেন টাইগারদের এই টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক। নিলামের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে টেনেছে গল।

এই টুর্নামেন্টের সবশেষ আসরে খেলেছিলেন টাইগার ক্রিকেটার আফিফ হোসেন ধ্রুব। এবার সেই সংখ্যা আরও বাড়তে যাচ্ছে। এবার মুশফিকুর রহিমসহ আরও চার ক্রিকেটার ড্রাফটে নাম লিখিয়েছেন।

এদিকে এলপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলো সাকিব ছাড়াও আরও বেশ কয়েকজন ক্রিকেটারকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।

এর মধ্যে জাফনা কিংসে ডেভিড মিলার, কলম্বো স্টার্সে বাবর আজম, ডাম্বুলা জায়ান্টসে ম্যাথু ওয়েড এবং ক্যান্ডি ওয়ারিয়র্সে তাব্রাইজ শামসি নাম লিখিয়েছেন।

আগামী ৩০ জুলাই এই টুর্নামেন্টের চতুর্থ আসরের পর্দা উঠবে, ফাইনাল ম্যাচ মাঠে গড়াবে ২০ আগস্ট। আর ৪ জুন প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/এম আই