গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আনসার ভিডিপি’র উদ্যোগে ভিডিপি সদস্যদের ১০ দিন ব্যাপী গ্রাম ভিত্তিক মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে উপজেলার কাশালিয়া ইউনিয়নের ৭৮ নং দক্ষিণ কাশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অস্ত্রবিহীন এই প্রশিক্ষণ শুরু হয়।

১০দিন ব্যাপি প্রশিক্ষণের অংশ হিসেবে অগ্নি নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ দেন মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মো: সাইফুল ইসলাম, মুকসুদপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর সজিবুর রহমান, ভিডিপি’র কাশালিয়া ইউপি কমান্ডার বাসুদেব বাকচি, সহকারী কমান্ডার মো. সুমন মৃধা, কোম্পানি কমান্ডার শারমিন নাহার নিপা, ফায়ার ফাইটার নাইমুর রহমান, ইমরান হোসেন, সাদ্দাম, রাজুসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম জানান, দুর্যোগ মোকাবেলা, ডেঙ্গু ও ম্যালেরিয়া প্রতিরোধ, সামাজিক আইন-শৃঙ্খলা রক্ষা, পূজাসহ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার ভিডিপির দায়িত্ব ও কর্তব্য বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

তিনি আরো জানান, ২০ আগস্ট থেকে আগামী ৩১ আগস্ট ২০২৩ পর্যন্ত ১০ দিন ব্যাপী ৩২জন পুরুষ ও ৩২ জন মহিলাকে (প্রথম ধাপের ২০২৩-২৪ অর্থবছর) প্রশিক্ষণ দেওয়া হবে।

বার্তাবাজার/এম আই