পীরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে দেড় শতাধিক কলা গাছ ও অর্ধ শতাধিক ইউক্লিপ্টাস গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার টুকুরিয়া ইউনিয়নের হরনাথপুর গ্রামে।

মামলা ও অভিযোগ সূত্রে জানা যায়, হরনাথপুর গ্রামের মৃত শাহজাহান বাদশার দু’সহোদর পুত্র ইহসানুল হক হিমেল (২৮) ও আহসান হক শিশিরের সঙ্গে একই গ্রামের মৃত ইউনুছ আলীর পুত্র রুহুল আমিন মন্টু’র ২৫ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই সূত্র ধরে ইহসানুল হক হিমেল ও আহসান হক শিশির তাদের সঙ্গীয় লোকজন নিয়ে রুহুল আমিন মন্টুর ক্রয়কৃত জমিতে লাগানো দেড় শতাধিক কলা গাছ ও অর্ধ শতাধিক ইউক্লিপ্টাস গাছ কেটে সাবাড় করে দেয়।

রুহুল আমিন মন্টু জানায়, হিমেল ও শিশিরগং আমার প্রায় দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেই ক্ষান্ত হয়নি, আমাকে ফাঁসাতে ওই দু’সহোদর চাঁদাবাজিসহ একাধিক মিথ্যা মামলাও করেছে।

এ ব্যাপারে রুহুল আমিন মন্টু গত ১৫ আগস্ট রংপুরের পীরগঞ্জ আমলী আদালতে ১১ জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছেন।

বার্তাবাজার/এম আই