ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীর উন্মুক্ত জলাশয়ে ৩২০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। আশুগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে শনিবার সকালে আশুগঞ্জের ফেরিঘাটে মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্তকরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আব্দুর রহমান, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সি, ব্রাহ্মণবাড়িয়া জেলা মৎস্য কর্মকর্তা মো: আলমগীর কবির, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তানিয়া আহমেদ, আশুগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ইমরানসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।

অনুষ্ঠানে ২০২৩-২০২৪ অর্থ বছরের মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় মেঘনা নদীর উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃগেল, কালিবাউস সহ দেশীয় কার্প জাতীয় ৩২০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে।

বার্তা বাজার/জে আই