বান্দরবানের লামায় মাতামুহুরী নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৬ আগস্ট) সকাল ৯টায় পৌর ৮ নম্বর ওয়ার্ডের ছাগলখাইয়া এলাকার মাতামুহুরী নদীর রাজারকুম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি পার্শ্ববর্তী আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউপি বা অন্য কোন এলাকার হতে পারে প্রাথমিকভাবে সম্ভাব্য ধারণা করছেন স্থানীয়রা। শরীর ফুলে যাওয়ায় ভালো করে চেনা যাচ্ছে না।

বিষয়টি নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম শেখ বলেন, মাতামুহুরী নদীতে ভেসে আসা এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। ছেলেটির শরীরে ব্লু কালারের জিন্স প্যান্ট ও গায়ে টিশার্ট পরিহিত ছিল। মরদেহ প্রাথমিক সুরতহাল করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। এখনো মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পানিতে কয়েকদিন থাকায় মরদেহটি পঁচে ফুলে গেছে।

লামা পৌরসভার ৮ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ইউছুপ আলী বলেন, সকাল সাড়ে ৬টায় নদীতে গোসল করতে গিয়ে মরদেহটি দেখে স্থানীয় বাসিন্দা আবুল হোসেন। নদী থেকে মরদেহ তোলার সুবিধার্থে পুলিশের উপস্থিতিতে মরদেহটি ছাগলখাইয়া ঘাটে এনে তোলা হয়েছে।

বার্তাবাজার/এম আই