বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দেখানো পথেই হাঁটছে বাংলাদেশ। বাংলাদেশকে এগিয়ে নিতে হলে জাতির পিতার দেখানো পথে হাঁটার কোন বিকল্প নেই। তার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন।

বাউবিতে বঙ্গবন্ধুর মহাজীবনীর সচিত্র দেয়াল (ইতিহাসের দেয়াল) উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে অনেক আগেই সোনার বাংলা বাস্তবায়িত হয়ে যেত। বঙ্গবন্ধুর মহাজীবনীর সচিত্র দেয়াল স্থাপন বাউবিতে মাসব্যাপী শোকাবহ আগস্টের কর্মসূচীর একটি অংশ।

অনুষ্ঠানে আরো বক্তব্যে রাখেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা: শফিকুল আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন লাইব্রেরি এন্ড ডকুমেন্টেশন বিভাগের লাইব্রেরিয়ান (ভারপ্রাপ্ত) ও বঙ্গবন্ধু কর্নার উন্নয়ন কমিটি আহ্বায়ক এমএস. সঙ্গীতা মোরশেদ।

এসময় বাউবি’র বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।