ক্ষমতাসীন আওয়ামী লীগের পাঁচ শীর্ষ নেতার ভারত সফরের পর এবার দিল্লি সফরে যাচ্ছে বিরোধী দল জাতীয় পার্টি। দলের চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির নেতৃত্বে দুই সদস্যের প্রতিনিধি দল আগামী ২১ আগস্ট দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

অপরজন হলেন- দলপ্রধানের উপদেষ্টা ও স্ত্রী শেরীফা কাদের। ভারত সরকারের আমন্ত্রণে এই সফর বলে দলীয় সূত্রে জানা গেছে।

২২ আগস্ট ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ ব্লকের শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে জি এম কাদেরের বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে ভারত সফরকালে বিজেপির নেতা ও ভারত সরকারের শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতাসহ মন্ত্রী পর্যায়ে জি এম কাদেরের দেখা হতে পারে।

আসন্ন সংসদ নির্বাচনে জাপার অবস্থান, অংশগ্রহণ, জোট গঠনসহ রাজনৈতিক ইস্যু এই সফরে সবচেয়ে বেশি গুরুত্ব পাবে বলে জানা গেছে।

এজন্য আগামী ১৭ আগস্ট জাপা নীতিনির্ধারণীদের নিয়ে বৈঠক ডেকেছেন জি এম কাদের। বৈঠকে ভারত সফরে আলোচনার বিষয়বস্তু ঠিক করার পাশাপাশি দলের রাজনৈতিক অবস্থান চূড়ান্ত করার কথা রয়েছে।

বার্তাবাজার/এম আই