মাগুরা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সাইফুজ্জামান শিখর বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান স্বাধীনতা বিরোধীদের পুর্নবাসিত করেছিলেন। জাতির জনককে হত্যা করা হয়েছিল মূলত বাংলাদেশকে হত্যা করার জন্য। আজ অনেক বিএনপির লোক তাদের কার্যক্রমে অসন্তুষ্ট হয়ে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে তারা আজ দিশেহারা হয়ে পড়েছে।

সোমবার (১৪ আগস্ট) বিকেলে মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সব্দালপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিত, উপজেলা চেয়ারম্যান মিয়া মাহমুদুল গনি শাহিন, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পঙ্কজ সাহা, কৃষি বিষয়ক সম্পাদক মিয়া মাসুদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান প্রমুখ।

ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী তারিকুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান, যুগ্ম আহবায়ক আলী আহমেদ আহাদ, সাকিব হাসান তুহিন, যুবলীগ নেতা মীর রাশেদুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুর রহিম সরদারসহ অন্যরা।

প্রধান অতিথি আরও বলেন, সরকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন ধরনের ভাতা চালু করে জনগণের ভাগ্য উন্নয়ন করেছেন। শেখ হাসিনা ক্ষমতায় থাকা মানে ভালো থাকা। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশ ভালো থাকবে। বিএনপির প্রধানমন্ত্রী হওয়ার লোক নেই। আওয়ামী লীগের ওয়াইফাই দিয়ে পলাতক তারেক রহমান লন্ডনে বসে ভার্চুয়ালী কথা বলেন। এরাই একসময় ডিজিটাল নিয়ে উপহাস করতেন।

অনুষ্ঠানে বিএনপির নেতা আলাম মোল্লা ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন।

বার্তাবাজার/এম আই