পটুয়াখালীর কলাপাড়ার মহিপুরে ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আশা এনজিও এর উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ আগষ্ট) সকালে আশা মহিপুর সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রের অফিসে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।এসময় স্থানীয় রোগীদের অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ফ্রী ব্যবস্থাপত্র, ঔষধ ও ডায়বেটিস পরীক্ষা করানো হয়। যা বিকেল ৫ টা পর্যন্ত চলবে।

এসময় উপস্থিত ছিলেন মহিপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, আশা পটুয়াখালী সদর জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার লিটন চন্দ্র বিশ্বাস,আশা কলাপাড়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোঃইউনুচ আলী,আশা মহিপুর ব্যাঞ্চের ব্যাঞ্চ ম্যানেজার আসাদুজ্জামান।

এসময় সংস্থাটির মহিপুর ব্রাঞ্চের ব্যাঞ্চ ম্যানেজার আসাদুজ্জামান বলেন,এই উপকূলীয় এলাকার সাধারণ ও দুস্থ মানুষের চিকিৎসা সেবায় নামমাত্র মূল্যে আশা সমন্বিত স্বাস্থ্য কেন্দ্রে প্রতিদিন একজন অভিজ্ঞ চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা সেবা সহ বিভিন্ন রোগের পরীক্ষা নিরিক্ষা ও ফিজিও থেরাপি সেবা প্রদান করা হয়। তাছাড়া দুস্থ রোগীদের জন্য এখানে বিনামূল্যে চিকিৎসা সেবাও প্রদান করা হয়।

বার্তা বাজার/জে আই