বৃষ্টির কারণে বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটি শুরু হওয়া নিয়েই অনেক শঙ্কা ছিল। তবে দুপুরের পর থেকে বৃষ্টি না থাকায় সন্ধ্যা ৬টাতেই রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচটি শুরু হয়েছে। তবে রংপুরের ইনিংসের সপ্তম ওভার শেষ হতেই আবার হানা দিয়েছে বৃষ্টি।
শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুরে বৃষ্টি কমে গেছে, পিচ থেকে সরানো হয়েছে কভার, শেষের দিকে পানি নিষ্কাশনের কাজ। অল্প কিছু সময়ের মধ্যে শুরু হবে খেলা। মাঠ পর্যবেক্ষণ
করেছেন দুই দলের ক্রিকেটাররা।
শেষ খবর পাওয়া পর্যন্ত বিপিএলে গভর্নিং কাউন্সিল খেলার সময় ২ ঘণ্টা বাড়িয়েছে। এখন খেলা কত ওভারে হবে তা এখনো জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০