আজ রবিবার (১০ই ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে মেসির বার্সেলোনা। তবে সেই ম্যাচটিতে দলে থাকছেন না আন্দ্রেস ইনিয়েস্তা। ম্যাচ ফিটনেস না থাকায় আন্দ্রেস ইনিয়েস্তাকে পাচ্ছে না বার্সেলোনা।
গত ২ ডিসেম্বর ঘরের মাঠে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে বার্সা। আর সেই ম্যাচে বাম পায়ে চোট নিয়ে মাঠ ছাড়েন বার্সা অধিনায়ক ইনিয়েস্তা। যার ফলে আজকের ম্যাচেও মাঠে নামতে পারবেন না ইনিয়েস্তা। অন্যদিকে
ট্যাকটিকাল সমস্যার কারণে জেরার্ড ডেউলোফেওকে দলে রাখেননি কোচ আর্নেস্টো ভালভার্ডে।
ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সা স্কোয়াডঃগোলরক্ষকঃ মার্ক আন্দ্রে টার স্টেগেন, জেস্পার সিলেসেন।
ডিফেন্ডারঃ জেরার্ড পিকে, থমাস ভারমাইলেন, ডেভিড কস্তাস, জর্ডি আলবা, লুকাস ডিগনি, নেলসন সেমেদো, অ্যালেক্স ভিদাল।
মিডফিল্ডারঃ সার্জিও বুসকেটস, ইভান রাকিটিচ, পাওলিনহো, সার্জি রবার্তো, ডেনিস সুয়ারেজ, আন্দ্রে গোমেজ।
ফরোয়ার্ডঃ লিওনেল মেসি, লুইস সুয়ারেজ, পাকো আলকাসের।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০