কিশোরগঞ্জের ভৈরবের মেঘনা নদীতে নৌ পুলিশের অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৫টি নৌযানকে আটক করে নৌ পুলিশ। বুধবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে ১২টা পর্যন্ত কিশোরগঞ্জ অঞ্চলের ভৈরব মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের নৌযানে অভিযান চালায় নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর ভূঁইয়া।

ওই অভিযানে ভৈরব নৌ পুলিশ ইউনিটের ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম ও ইউনিটের অন্যান্য সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

ভৈরব ও আশুগঞ্জ মেঘনা নদীর উপর দিয়ে চলাচলকারী বিভিন্ন ধরনের অনিবন্ধিত নৌযানে ফিটনেসবিহীন ও সার্ভে সনদসহ প্রয়োজনীয় কাগজপত্রসহ রোড পারমিট না থাকায় এবং অতিরিক্ত মালামাল বহন করার অপরাধে ৫টি নৌযানকে আটক করা হয়। এসময় নৌ আইন মানতে চালক ও সহযোগীদের সচেতন করা হয়।এদিকে, আটক হওয়া বাল্কহেড ও তার চালকদের বিরুদ্ধে মামলা দায়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।

এ বিষয়ে নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ তানভীর ভূঁঞা বলেন, নৌ পুলিশের অতিরিক্ত আইজি ও কিশোরগঞ্জ পুলিশ সুপার স্যারের নির্দেশক্রমে আজ মেঘনা নদীতে অভিযান চালায় নৌ পুলিশ। এ অভিযানে বিভিন্ন অপরাধে ৫টি নৌযানকে আটক করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

বার্তা বাজার/জে আই