ইসলামী ইউনিভার্সিটি অ্যালামনাইয়ের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর অফিসার্স ক্লাবে এ আয়োজন করা হয়। অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শিক্ষক নেতা অধ্যক্ষ শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট শাহ মনজুরুল হক।

ইফতার মাহফিলে বক্তব্য দেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান, স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব আজিজুর রহমান, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য আবুল কালাম আজাদ, মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. কামাল উদ্দিন, বিশিষ্ট শিল্পপতি মো. মহসীন, ব্যাংকার মো. জিল্লুর রহমান প্রমুখ।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক অ্যালামনাই ইফতার মাহফিলে অংশ নিয়ে অনুষ্ঠানস্থলকে মিলনমেলায় পরিণত করেন। সরকারের দুই সচিবকে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আধুনিক ও জ্ঞাননির্ভর বাংলাদেশ বিনির্মাণে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই কাজ করে যাচ্ছে। এ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সরকারকে আরো বেশি উদ্যোগী হওয়ার আহ্বান জানান বক্তারা। অ্যালামনাই অ্যাসোসিয়েশনকে জমি বরাদ্দ দেওয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বক্তারা।