আসন্ন এশিয়া কাপের প্রাথমিক দলে অভিজ্ঞদের পাশাপাশি তরুণদেরও রাখছে বিসিবি। সম্প্রতি জাতীয় দল থেকে বাদ পড়া মিডলঅর্ডার ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদও থাকছেন ক্যাম্পের দলে। বিতর্ক এড়াতে এ সিদ্ধান্ত বিসিবির।

এ ব্যাপারে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘রিয়াদ কেন্দ্রীয় চুক্তিতে আছে। কেন্দ্রীয় চুক্তির সবাই কন্ডিশনিং ক্যাম্পে থাকবে। কারণ, এই ক্যাম্পটা হচ্ছে ফিটনেস ক্যাম্প।’

রিয়াদ টানা তিনটি আন্তর্জাতিক সিরিজ খেলেননি। সর্বশেষ হজের কারণে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ মিস করেছেন। তবে তারও চোখ আছে এশিয়া কাপ, বিশ্বকাপে। সেজন্য জাতীয় দলের অধিকাংশ ক্রিকেটার ছুটি কাটালেও একক অনুশীলন শুরু করেছেন ডানহাতি এই ব্যাটার।

এদিকে সপ্তাহখানেক পরে শুরু হতে পারে কন্ডিশনিং ক্যাম্প। ইমার্জিং এশিয়া কাপের দল থেকেও ক্যাম্পে নেওয়া হচ্ছে বেশ ক’জন ক্রিকেটারকে। বিশেষ করে ওপেনিং বিভাগে তামিম ইকবাল ও লিটন কুমার দাস ছাড়াও তিনজনকে রাখার পরিকল্পনা করা হচ্ছে। চোটাক্রান্ত তামিমের বিকল্প প্রস্তুত রাখতেই এ সিদ্ধান্ত বোর্ডের।

বার্তাবাজার/এম আই