নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় শ্রমিক-কর্মচারীদের গেইট মিটিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) সকালে কারখানার প্রধান ফটকের সামনে শ্রমিক কর্মচারীরা গেইট করে। এ সময় সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রধান ফটক দিয়ে কারখানা থেকে সার সরবরাহ বন্ধ ছিল।

গেইট মিটিং এ আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবীর হোসেনের সার্বিক পরিচালনায় গ্যাস সরবরাহের দাবী নিয়ে বক্তব্য রাখেন আশুগঞ্জ সার কারখানা শ্রমিক কর্মচারী ইউনিয়নের সিনিয়র-সহ-সভাপতি তৈমুর রহমান, সাবেক সভাপতি সোহরাব হোসেন, সাবেক সিনিয়র সহ- সভাপতি জাহিদুর রহমান প্রমুখ।

পরে একটি বিক্ষোভ মিছিল কারখানার প্রধান ফটক থেকে বের হয়ে বিভিন্ন দপ্তর প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে গিয়ে শেষ হয়।

বার্তাবাজার/এম আই