টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার পৌর এলাকার বানিয়াপাড়া ব্রীজের উত্তর পার্শ্বে সাত্তার মিয়ার বাড়ির নিকট ঢাকা-ময়মনসিংহ মহা সড়কের দুই মোটর সাইকেল সংঘর্ষে দুইজন নিহত। রবিবার(২৩জুলাই) রাত ১০টা৩০মিনিটে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন গোপালপুর উপজেলা কালিমন্দিরের উত্তর পার্শ্বে মজিবুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম সোহেল(২৫) মধুপুর উপজেলার লুচিয়ানগর উপজেলার ওসমান গনির ছেলে মামুন হোসেন(৩০)।

আহতরা হলেন নাগবাড়ী গ্রামের রকিবুল ইসলামের ছেলে উজ্জর(১৮)মধুপুর উপজেলার লুচিয়ানগর গ্রামের মকবুল হোসেনের ছেলে আমির হোসেন,গোপলপুর উপজেলার মুজিবুর রহমানের ছেলে সোহাগ(৪৫) গোপালপুর উপজেলার নন্দনপুর আয়নাল হকের ছেলে রানা(২৬)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় রাশিদুল ইসলাম সোহেল তার সঙ্গীদেও নিয়ে নিজ বাড়িগোপালপুর ফিরছিলো। বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটর সাইকেল ঘাটাইল অভিমুখে যাওয়ার সময় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পৌর এলাকার বানিয়াপাড়া ব্রিজের উত্তর পার্শ্বে পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়।এ ঘটনায় ৬জন কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুইজন কে প্রথমিক চিকিৎসা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয়। বাকি চার জনকে মুমুর্ষ অবস্থায় টাঙ্গাইল শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে রাস্তায় এক জন মারা যায়। বাকি একজন হাসাপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকৎসক মৃত ঘোষনা করেন।

ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি)মোহাম্মদ লোকমান হোসেন জানান নিহতদের আইনী প্রক্রিয়া শেষে স্বজনদেও নিকট হস্তান্তর করা হয়েছে।

বার্তাবাজার/রাহা