মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে চট্টগ্রাম হতে ঢাকার সাভারের আমিনবাজার এলাকার টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিমিটেডের ৩২ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৪ জুলাই) দুপুরে সাভার মডেল থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহিল কাফি।

চুরি যাওয়া মালামাল উদ্ধারের পাশাপাশি একজনকে গ্রেফতার সহ মালামাল বহনকারী কাভার্ড ভ্যান উদ্ধার করে সাভার মডেল থানার পুলিশ। গ্রেফতার আসামীর নাম মোঃ রিপন মাইনুদ্দিন (২৩)। সে চট্টগ্রামের মেসার্স কাজী এন্ড সন্স এর মালিকানাধীন কাভার্ড ভ্যান এর ড্রাইভার।

গণমাধ্যকে ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) আব্দুল্লাহিল কাফি জানান, গত ১৭ জুলাই চট্টগ্রাম বন্দর হইতে মেসার্স কাজী এন্ড সন্স এর মালিকানাধীন কাভার্ড ভ্যানে ঢাকার আমিনবাজারের চানপুর এলাকায় অবস্থিত টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিমিটেডের বিভিন্ন রংয়ের কাপড়ের মোট ১,০১৬ রোল ফেব্রিক্স নিয়ে আসা হয়। কিন্তু কাভার্ড ভ্যানের ড্রাইভার বহনকৃত কাপড়ের মধ্যে থেকে ৬৪ রোল ফেবিক্স যার বাজার মূল্য আনুমানিক বত্রিশ লক্ষ টাকার মালামাল অত্যন্ত সু-কৌশলে চুরি করে। পরে গত ২২ জুলাই তারিখে মালিকপক্ষের সাথে আলোচনা করে ওই কারখানার এডমিন সুপারভাইজার মোঃ মানিক হাওলাদার সাভার মডেল থানায় মামলা (নং-৬৪) দায়ের করেন। মামলাটি তদন্ত করেন সাভার মডেল থানার উপ-পরিদর্শক মোঃ মাহমুদুল হাসান।

আব্দুল্লাহিল কাফি আরও জানান, পরে ঢাকা জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান, পিপিএম (বার) মহোদয়ের দিক-নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অপস্ ও ট্রাফিক (উত্তর), অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাহমুদুল হাসানের একটি চৌকশ টিম সাভার মডেল থানা এলাকাসহ সিএমপি চট্টগ্রাম সদর ঘাট থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করেন। মাদারবাড়ি যুগিচাদ মসজিদ লেন গুলশান ভিলা ফেরদৌস খান এর বাসার সামনে হতে আসামী মোঃ রিপন মাইনুদ্দিনের স্বীকারোক্তি ও দেখানো মতে গত ২৩ জুলাই টিম টেক্স ব্যান্ডো ইকো এ্যাপারেলস লিমিটেডের বিভিন্ন রংয়ের ৬৪ রোল ফেবিক্স সহ বহনকৃত কাভার্ড ভ্যান (রেজিঃ নং চট্টগ্রাম-ট-১১-২৫৫২) গাড়িটি উদ্ধার করা হয়।

সংবাদ সম্মেলনে এসময় সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শহিদুল ইসলাম, সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা প্রমুখসহ অন্য পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই