বগুড়ায় বাবাকে কটু কথার প্রতিবাদ করায় প্রতিবেশীর ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তি হলেন খোরশেদ মিয়ার ছেলে জিন্নাহ মিয়া (২৮)। তিনি চট্রগ্রামে দর্জির কাজ করতেন।

রোববার (২৩ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বগুড়া পৌরসভার বড় কুমিড়া এলাকায় এ ঘটনা ঘটে৷ এ ঘটনায় অভিযুক্ত আবুল খায়েরের ছেলে জেলহক হোসেন পলাতক রয়েছেন।

এসব তথ্য নিশ্চিত বগুড়া সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) শাহীনুজ্জামান।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, কয়েক বছর পর বাড়িতে আসে জিন্নাহ। তুচ্ছ ঘটনা নিয়ে গত সপ্তাহে জিন্নাহর মায়ের সাথে অভিযুক্ত জেলহকের সাথে বাকবিতন্ডা হয়। এ ঘটনা নিয়ে জিন্নাহ জেলহকের বাড়িতে যেয়ে জানতে চাইলে আবারও বাকবিতন্ডা হয়৷ এসময় জেলহক ধারালো অস্ত্র দিয়ে জিন্নাহকে আঘাত করে। পরে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ শজিমেক হাসপাতালের মর্গে রাখা আছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

বার্তা বাজার/জে আই