সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন- এই প্রতিপাদ্য নিয়ে মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।

২৩ জুলাই রবিবার সকাল সাড়ে ১০টায় শ্রীপুর পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়।

শ্রীপুর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীপুরের সহকারি কমিশার (ভূমি) শ্যামানন্দ কুন্ডু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, শ্রীপুর থানার অফিসার ইনচার্জ কাঞ্চন কুমার রায়, শ্রীপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মোঃ ইকরাম আলী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ ওয়াসিম আকরাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ, বি, এম নাকিবুল হাসান, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের সহকারী প্রাণী সম্পদ কর্মকতা হুসাইন মোহাম্মদ রাসেল, উপজেলা মহিলা বিষয়ক কর্মকতা গৌরাঙ্গ চন্দ্র মন্ডল, উপজেলা নির্বাচন অফিসার মো: জাকারিয়া, জেলা জীব বৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মোঃ সাইফুল্লাহ, বাংলাদেশ সমাচার প্রত্রিকার উপজেলা প্রতিনিধি জিল্লুর রহমান সাগরসহ অন্যরা।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কার্যালয়ের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই