ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটের ফল বাতিল করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী আশরাফুল হোসেন হিরো আলম। আজ রবিবার নির্বাচন কমিশনে (ইসি) গিয়ে এ সংক্রান্ত আবেদন করেছেন তিনি।

ওই আসনে উপনির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আলী আরাফাত। তিনি পেয়েছেন ২৮ হাজার ৮১৬ ভোট। আর হিরো আলম পেয়েছেন ৫ হাজার ৬০৯ ভোট।

আবেদনের বিষয়ে সংবাদমাধ্যমকে হিরো আলম বলেন, ‘ঢাকা-১৭ আসনে জাল ভোট পড়েছে। সেই ভিডিও ও ফুটেজ অমার কাছে আছে। তাই স্পিকার স্যারকে বলবো আরাফাত ভাইকে যেন শপথবাক্য না পড়ান।’

ইসিতে আপিল খারিজ করলে কী করবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘যেহেতু ভোটের অনিয়ম ও জাল ভোটের ফুটেজ আছে তাই হাইকোর্টে যাব। আমি এই নির্বাচনের শেষ দেখে ছাড়ব।’

বার্তাবাজার/এম আই