স্বাধীন দেশে সুষ্ঠু নির্বাচন চাওয়ার কারণেই বিএনপির ওপর এত অত্যাচার করা হচ্ছে বলে জানিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান।

শুক্রবার (২১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ ইয়ুথ ফোরাম কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

আজম খান বলেছেন, দেশের জনপ্রিয় দল বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা করে কোনো লাভ নাই। বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা মানবাধিকারবিরোধী কাজ।

আওয়ামী লীগের উদ্দেশে তিনি বলেন, ২০১৪ ও ১৮ সালের নির্বাচন দেশের জন্য কলঙ্ক। সংবিধানের কোন আর্টিকেলে আপনারা ভোট ছাড়া ক্ষমতায় এসেছেন? আসলে দেশের ভোটের ওপর সরকারের শকুনির নজর পড়েছে। সে নজরে তারা আরেকটি নির্বাচন করতে চায়।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বিএনপিকে বাদ দিয়ে নির্বাচন করলে আওয়ামী লীগ ১০ ভাগ ভোটও পাবে না। ঢাকা-১৭ এর উপনির্বাচন তার প্রমাণ। এই আসনে মাত্র ১১ ভাগ ভোট পড়েছে। তারা হিরো আলমকেও সহ্য করতে পারে নাই।

আজম খান বলেন, স্বাধীন দেশে সুষ্ঠু নির্বাচন চাওয়ার কারণেই বিএনপির ওপর এত অত্যাচার। তারা আমাদের পদযাত্রায় হামলা করছে, নেতাকর্মীদের হত্যা করছে।

সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির, ইয়ুথ ফোরামের সভাপতি সাইদূর রহমানসহ অনেকেই উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/জে আই