বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, ‘সরকারের পদত্যাগের দাবিতে এক দফার আন্দোলন চলছে। সেই আন্দোলনে নিহত সজীবের রক্ত কোনো অবস্থায় বৃথা যাবে না। গুম-খুন, মামলা-হামলা করে আন্দোলন ঠেকানো যাবে না। আমরা আন্দোলনে জয়ী হব।’

বুলু বলেন, ‘দেশের সব রাজনৈতিক দল আজ ঐক্যবদ্ধ। চলমান আন্দোলনে সরকারকে পদত্যাগে বাধ্য করে নির্দলীয়-নিরপেক্ষ সরকার ও নতুন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা হবে।’ এই সরকারকে ক্ষমতায় রেখে দেশে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারিও দেন তিনি।

আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শোকর‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন বুলু। লক্ষ্মীপুরে পদযাত্রায় কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে এই শোক র‌্যালির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি।

বুলু বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাবন্দি। কিন্তু এই সরকারের কাছে কোনো দাবি করব না। আন্দোলন ও সংগ্রামের মধ্যে দিয়ে আমরা আমাদের দাবি আদায় করব, খালেদা জিয়াকে মুক্ত করব।’

বার্তাবাজার/এম আই