মারুফ সরকার:
প্রথম ম্যাচে যখন ভারতের কাছে বাংলাদেশ পরাজিত হয় তখন শ্রীলঙ্কার এক সাংবাদিক আক্ষেপ করে বলেছিল খেলাটায় মাটি হয়ে গেল কেন বাংলাদেশকে আমন্তন জানানো হয়েছে তার জবাব গতকাল শ্রীলঙ্কার মাটিতে শ্রীলঙ্কাকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছি । শ্রীলঙ্কার সাথে প্রথম ম্যাচে জয় এনে দেয় মুশফিকুর রহিম আর গতকালের ম্যাচে তার ভাইরা মাহমুদুল্লাহ রিয়াদ । শেষ ওভারে লাগে ১২ রান । প্রথম বলে মিস করলেন মুস্তাফিজ । পরের বলে মিস কিন্তু রান নিতে গিয়ে আউট হলে
তিনি । হাতে আছে ২ উইকেত বল ৪ টি রান ১২ আর বুকে আছে ১৬ কোটি মানুষের ভালবাসা । রিয়াদ তখন ঠিক করল আমরা জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ব । যে কথা সেই কাজ । পরের বলে ৪ । হাতে আছে ৩ বল রান লাগে ৮ । পরের বলে ২ রান । আর তার পরের বলেই ছয় মেরে জয় ছিনিয়ে ফাইনালে বাংলাদেশ । এখন দেখার অপেক্ষা কাল কি হয় । এটা স্বাধীনতার মাস । তাই এই মাসে বাঙালিরা কারো কাছে হারে না । আগামিকাল ভারতের সাথে ভারতবস করে আমরা ইতিহাস গড়ব ।

আর ধন্যবাদ জানাই পুরো বাংলাদেশ টিমকে বিশেষ করে রিয়াদ ভাইকে । আজ পুরো দেশ নাগিন ডেন্সে অস্থির । জয়ের উল্লাসে তারকাদের ফেসবুকে নাগিনময় । তাহলে আমরা দেখি আগামি ১৮ তারিখে কি হয় একটি ম্যাচ ১৬ কোটি বাঙালির ভালবাসা লুকিয়ে আছে দেখায় যাক দুটি ম্যাচের হারের প্রতিশোধ নেয়া যায় কি না । কাল আমরা দেখিয়ে দেব আমরা বাঙালিরা সব পারি । আর আমাদের এই অবশ্যই পূরন করবে বাংলাদেশ । খেলা শেষে সারা বাংলাদেশ মানুষ উল্লাসে ফেটে পরে । সবাই এত খুশি যে বলার মত ভাষা নেই । কেউ কেউ ফেসবুকে নানা মন্তব্য করছে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ নাছির উদ্দিন পাটোয়ারি
যোগাযোগঃ ১৩৭১ ,পূর্ব শেওরাপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
ই-মেইল : bartabazarbd@gmail.com, info@bartabazar.com
বার্তাকক্ষঃ +৮৮ ০১৮৫৪-১১২২৪৪, +৮৮ ০১৭৭১-৬৬৬০০০