গণঅধিকার পরিষদের কার্যালয়ের তালা ভেঙে কলাপসিবল গেট লাগানো এবং দলের নিবন্ধনের জন্য প্রয়োজনীয়সহ জরুরি কাগজপত্র নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২০ জুলাই) গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এ অভিযোগ করেছেন।

তিনি অভিযোগ করেন, কার্যালয়ে ঢুকে গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে গেছে। একইসঙ্গে দরজায় নতুন তালা দেওয়ার পাশাপাশি সেখানে একটি কলাপসিবল গেটও লাগিয়ে দেওয়া হয়েছে।

তার অভিযোগ, বাসার মালিক মিয়া মশিউজ্জামান এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন।

গণঅধিকার পরিষদের নেতা আবু হানিফ বলেন, আমরা ধারণা করছি রাতের কোনো একসময় দরজার তালা ভেঙে ভেতরে থাকা সব ডকুমেন্টস নিয়ে গেছে। দরজায় নতুন তালাও লাগানো হয়েছে। এ ছাড়া দরজার সামনে নতুন করে কলাপসিবল গেট লাগিয়ে সেখানেও তালা লাগানো হয়েছে।

বার্তা বাজার/জে আই