সুইডেনের দ্বিতীয় দফায় আল-কোরআন পোড়ানোর ঘোষণার জেরে ভাঙচুর ও আগুন দেয়া হয়েছে ইরাকের বাগদাদে অবস্থিত সুইডেন দূতাবাসে। অক্ষত আছেন দূতাবাস কর্মীরা।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২০ জুলাই) ফজরের আগে বিক্ষুব্ধ জনতা বাগদাদের সুইডেন দূতাবাসে হামলা করে। প্রধান দরজা ভাঙ্গার চেষ্টা শেষে দূতাবাসের উঁচু দেয়াল ও কাঁটাতারের বাধা পেরিয়ে ভেতরে ঢুকে পড়ে কয়েকজন বিক্ষোভকারী। হামলাকারীদের হাতে ছিলো ইরাকের জাতীয় পতাকা ও প্রভাবশালী শিয়া নেতা মুক্তাদা আল সদরের পোস্টার।

ভবনে ব্যাপক ভাঙচুরের পর দূতাবাস চত্ত্বরে আগুন জ্বালিয়ে সুইডেনের বিরুদ্ধে শ্লোগান দেন বিক্ষুব্ধরা।

এই হামলার নিন্দা জানিয়ে, হামলাকারীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছে ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, সুইডেনের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, দূতাবাস ও এর কর্মীদের সুরক্ষা দেয়া ইরাকের দ্বায়িত্ব।

বুধবার সুইডেনের স্থানীয় গণমাধ্যমে জানানো হয়, স্টকহোমে ইরাক দূতাবাসের বাইরে আল-কোরআন পোড়ানোর আবেদন অনুমোদন করেছে পুলিশ।

বার্তা বাজার/জে আই