ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন দিশেহারা বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বুধবার (১৯ জুলাই) পুরানা পল্টনে গণতন্ত্র মঞ্চের পদযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

গণ আন্দোলনের মধ্য দিয়ে এই সরকারকে বিদায় করা হবে জানিয়ে মাহমুদুর রহমান মান্না বলেন, ক্ষমতা হারানোর ভয়ে সরকার এখন বিরোধীদের ওপর হামলা করছে। আগামীতে এদের প্রতিটি অপরাধের বিচার করা হবে।

সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, বিরোধীদের রাজনৈতিকভাবে মোকাবিলা করার ক্ষমতা হারিয়ে ফেলেছে আওয়ামী লীগ। মানুষের সমর্থন না থাকায় তারা এখন সন্ত্রাসকে প্রধান অবলম্বন করেছে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, মানুষ যাতে রাস্তায় না নামে সেজন্য এই সরকার হামলা আর গুলি চালিয়ে মানুষকে ভয় দেখাতে চায়। কিন্তু এবার আর মানুষকে ঘরে আটকে রাখা যাবে না।

তিনি বলেন, এই সরকারকে বিদায় দিতে মানুষ রাস্তায় নামছে। এই মানুষেরা গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে সরকারকে বিদায় দেবে।

সরকারের পদত্যাগ, অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন ও সংবিধান সংস্কারের মাধ্যমে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের এক দফা দাবিতে ঢাকাসহ দেশব্যাপী পদযাত্রার কর্মসূচি পালন করে দলটি।

বার্তা বাজার/জে আই