ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে চলছে ভোটগ্রহণ। সোমবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও রাজধানীর সরকারি তিতুমীর কলেজে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি নেই বললেই চলে। সেখানে একটি কেন্দ্রে পাঁচ ঘণ্টায় ভোট দিয়েছেন মাত্র ১১৬ জন। অথচ পুরুষ কেন্দ্রটিতে ভোটারের সংখ্যা এক হাজার ৯০৪ জন। সোমবার (১৭ জুলাই) দুপুর একটা পর্যন্ত কেন্দ্রটিতে ভোটের এমন চিত্র দেখা গেছে।

তিতুমীর কলেজের পুরুষ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেহেদী হাসান বলেন, আমার ভোটকেন্দ্রে ১ হাজার ৯০৪ জন ভোটার আছে। তার মধ্যে এখন পর্যন্ত ১১৬ জন ভোট দিয়েছেন।

অন্যদিকে প্রতিষ্ঠানটিতে মহিলা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার একে এম হারুন আল এরশাদ বলেন, এই কেন্দ্রে মোট ভোটার তিন হাজার ১২৪ জন। বেলা ১১টা নাগাদ ভোট দিয়েছেন ৬৯ জন।

তিনি আরও বলেন, কেন্দ্রটি মহিলা কেন্দ্র হওয়ায় ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়লে আরও ভোটার আসবে।

শুধু মহাখালীর টিএন্ডটি মহিলা কলেজ ভোট কেন্দ্রেই নয়, গুলশানের নিকেতন হাউসিং সোসাইটি জহিরুল ইসলাম ভোটকেন্দ্রেও ভোটার উপস্থিত কম দেখা গেছে।

সোমবার (১৭ জুলাই) ১০টার দিকে ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোহাম্মদ ইকতিয়ার হোসেন বলেন, আমার কেন্দ্রে ভোট মোট ভোটারের সংখ্যা ২ হাজার ৭৬৭টি। সকালে কয়েকজন ভোটার এসেছিল। এখন কোনো ভোটার নেই। আশা করছি সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের উপস্থিতি বাড়বে।

এর আগে সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল চারটা পর্যন্ত। ব্যালটের মাধ্যমে এমপি নির্বাচিত করতে ভোট দিচ্ছেন গুলশান-বনানীর বাসিন্দারা।

বার্তা বাজার/জে আই