লেবাননের পশ্চিমাঞ্চলীয় শহর বার ইলাসের একটি মসজিদে নামজরত অবস্থায় মুসল্লিদের ওপর গুলি চালানো হয়েছে। এতে একজন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

শুক্রবার (৭ জুলাই) লেবাননের একটি মসজিদে এ ঘটনা ঘটে। নিরাপত্তা বাহিনী বিষয়টি নিশ্চিত করেছে। তবে কী কারণ হামলা চালানো হয়েছে তা এখনও স্পষ্ট নয়। খবর খালিজ টাইমস

রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, বন্দুকধারী সেনাবাহিনীর পোশাক পড়ে হামলা চালায়। এতে তাকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে।

নিরাপত্তা অফিস জানিয়েছে, যে ব্যক্তি এবং যারা আহত হয়েছে সবাই সিরিয়ার নাগরিক। ১২ বছর ধরে সিরিয়াতে যুদ্ধ চলার কারণে সে দেশের অনেক নাগরিক পালিয়ে এ শহরে আশ্রয় নেন।

লেবাননে প্রায় ১০ লাখ সিরিয় শরণার্থী রয়েছে। ২০১৯ সাল থেকে লেবাননে অর্থনৈতিক মন্দা শুরু হলে সিরিয় শরণার্থীদের প্রতি স্থানীয়দের ক্ষোভ বাড়তে শুরু করে। এছাড়া অর্থনৈতিক মন্দার কারণে লেবাননে নতুন করে ৬০ লাখ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করছে।

বার্তাবাজার/এম আই