ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিরো আলম বলেছেন, যারা আমাদের ওপর আক্রমণ করেছিল তাদের নাম-ঠিকানাসহ বনানী থানা ও নির্বাচন কমিশনারের অফিসে জমা দিয়েছি। থানা থেকে তদন্তের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা করা হয়নি। কারণ যারা হামলা করেছে তারা ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কর্মী।

বৃহস্পতিবার (৬ জুলাই) রাজধানীর ভাষানটেক এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হিরো আলম বলেন, গতকাল আমরা নির্বাচনী প্রচারণার জন্য মহাখালী সাততলা বস্তিতে গিয়েছিলাম। কিন্তু সেখানে আমরা আক্রমণের শিকার হয়েছি। আজ ভাষানটেকে প্রচারণা করতে এসে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি। এখানে কেউ কোনো বাধা দেয়নি। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে প্রচারণার কাজ করেছে। এমনকি আমরা আজ পুলিশি নিরাপত্তা পেয়েছি।

উল্লেখ্য, গতকাল মহাখালীতে নির্বাচনী প্রচারণায় গিয়ে হামলার শিকার হয়েছেন জানিয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ জমা দেন হিরো আলম।

বার্তাবাজার/এম আই