অসুস্থতা জনিত কারণে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তরুণ সমাজকর্মী ফারাজ করিম চৌধুরী৷

মঙ্গলবার (৪ জুলাই) রাতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জানা যায়, গত ২ সপ্তাহ ধরে এলার্জিজনিত সংক্রমণের কারণে ডাক্তারের পরামর্শে ওষুধ সেবন ও ইনজেকশন গ্রহণের মাধ্যমে চিকিৎসা নিচ্ছিলেন ফারাজ করিম চৌধুরী।

ঈদ-উল আজহার আগে থেকেই তার শারীরিক অবস্থা খারাপ ছিল। ডাক্তারের পরামর্শ ছিল সম্পূর্ণ বিশ্রামে থাকার।
তবে ঈদে সাধারণ মানুষের সঙ্গে গরমের মধ্যে মাঠে-ঘাটে দীর্ঘক্ষণ সময় কাটিয়েছিলেন তিনি।

এর মধ্যেই মঙ্গলবার তিনি বেশি অসুস্থবোধ করলে রাত ১টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তাকে স্টেরয়েড ইনজেকশন দেওয়া হয়।

বিস্তারিত জানতে ফারাজ করিম চৌধুরীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে সংযোগ পাওয়া যায়নি।

বার্তাবাজার/এম আই