কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র রিফাতের প্রথম বাজেট ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকা কুমিল্লা সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পর প্রথম বাজেট ঘোষনা করেছেন মেয়র আরফানুল হক রিফাত।

২০২৩-২০২৪ অর্থবছরে ৭৪৮ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার ৫০ টাকার বাজেট ঘোষণা করেছেন তিনি। যা কুসিকের বিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর ঘোষিত শেষ বাজেট (২০২২-২০২৩) এর দ্বিগুণ। ২০২২-২০২৩ অর্থবছরে বাজেট ছিল ৩৭৩ কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৮৬০.৬৯ টাকা। ২০২১-২০২২ অর্থবছরে বাজেট ছিল ১৮৫ কোটি ৮৭ লাখ ৪৮ কোটি ৭৭৮.১০টাকা।

উন্নয়ন খাতে ২০২৩-২৪ অর্থবছরে বাজেট ৬৮৫ কোটি ২০ লাখ ৯৪ হাজার ১৮১.৬২ কোটি টাকা। ধর্মসাগরের চারপাশে ওর্য়াক ওয়ে নির্মানের মধ্যদিয়ে বিউটিফিকেশন কাজ করা হবে। বাসস্টেশন সংস্করণ, জলাবদ্ধতা নিরসনে বড় খালের খননে স্থায়ীভাবে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বেশ কিছু বড় উন্নয়ন কাজের কর্মপরিকল্পনা রয়েছে চলতি বছরে। কুকুর ও মশক নিধনে ব্যয় ১০ লাখ টাকা। বাড়ি নির্মানে অনুমোদনের বর্ধিত অংশ ভেঙ্গে ফেলা হবে।

মেয়র বলেন, একবছর খুব বেশি সময় না। জলাবদ্ধতা ও যানজট নিরসনে খুব অল্পসময়ে আপনাদের আমরা রেজাল্ট দিব।

বার্তাবাজার/রাহা