পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো কাতারে বিশ্বকাপ চলাকালীন সময়েই খবর পেয়েছিলেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে বিদায়ের। এরপর পর্তুগিজ তারকা ২০০ মিলিয়ন মার্কিন ডলারের যোগ দেন সৌদি ক্লাব আল নাসেরে। তার পারিশ্রমিকের প্রতিফলন পড়ছে তার বাৎসরিক আয়েও, যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস তালিকা অনুযায়ী আয়ের রেকর্ড গড়ে শীর্ষে ফিরেছেন রোনালদো।

গত এক বছরে গোটা বিশ্বজুড়ে সকল অ্যাথলেটদের আয়ের হিসাব করেছে যুক্তরাষ্ট্রের সাময়িকী ফোর্বস। তাদের প্রকাশিত তথ্যে উঠে এসেছে গেল ১২ মাসে সবচেয়ে বেশি উপার্জন করেছেন পর্তুগিজ তারকা। কেবল রোনালদোই শীর্ষে নয়, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্তদের তালিকায় সকল অ্যাথলেটদের মধ্যে শীর্ষে পর্তুগিজ মহাতারকার। এই তালিকায় দুইয়ে আছেন লিওনেল মেসি এবং তিনে ফরাসি তারকা কিলিয়ান এমবাপে।

২০১৭ সালের পর প্রথমবার এই তালিকার শীর্ষে উঠতে পারলেন রোনালদো। সব মিলিয়ে সবার ওপরে উঠলেন তিনবার। গত দুই বছরে এই তালিকায় তিনি ছিলেন রোনালদো।

মঙ্গলবার রাতে বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ক্রীড়াবিদদের তালিকা প্রকাশ করে ফোর্বস। যেখানে বাৎসরিক আয় ১৩ কোটি ৬০ লাখ মার্কিন ডলার আয় করে শীর্ষস্থান দখল করেছেন রোনালদো। এছাড়া ফোর্বস তথ্য অনুযায়ী ফুটবলারদের মধ্যে ইতিহাসের সবচেয়ে বেশি আয়ের রেকর্ড এটিই। অপরদিকে দুইয়ে থাকা আর্জেন্টাইন তারকার বার্ষিক আয় ১৩ কোটি ডলার। আর তালিকায় তিনে থাকা এমবাপের আয় ১২ কোটি ডলার।

অন্যদিকে টেনিস থেকে অবসরে গিয়েও এখনও সেরা দশে টিকে আছেন রজার ফেদেরার। ৯ কোটি ৫১ লাখ ডলার আয় করে তালিকার নয়ে আছেন এই কিংবদন্তি। যদিও কোর্ট থেকে স্রেফ ১ লাখ ডলার, কোর্টের বাইরে থেকেই বাকি সাড়ে ৯ কোটি। আর ফোনিক্স সানসের তারকা কেভিন ডুরান্ট দশম স্থানে আছেন ৮ কোটি ৯১ লাখ ডলার আয় করে।

সবচেয়ে বেশি আয় করা ১০ খেলোয়াড় (২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে)

খেলোয়াড় খেলা আয় (ডলার)

ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল ১৩ কোটি ৬০ লাখ

লিওনেল মেসি ফুটবল ১৩ কোটি

কিলিয়ান এমবাপ্পে ফুটবল ১২ কোটি

লেব্রন জেমস বাস্কেটবল ১১ কোটি ৯৫ লাখ

ক্যানেলো আলভারেজ বক্সিং ১১ কোটি

ডাস্টিন জনসন গলফ ১০ কোটি ৭০ লাখ

ফিল মিকেলসন গলফ ১০ কোটি ৬০ লাখ

স্টিফেন কারি বাস্কেটবল ১০ কোটি ৪ লাখ

রজার ফেদেরার টেনিস ৯ কোটি ৫১ লাখ

কেভিন ডুরান্ট বাস্কেটবল ৮ কোটি ৯১ লাখ