১৯ ডিসেম্বর অনূষ্ঠিত হয়েছে আইপিএলের আসন্ন ২০২৪ মৌসুমের নিলাম। ক্রিকেটার কেনার জাকজমকপূর্ণ এই আয়োজনে সবথেকে বেশি দামে বিক্রি হয়েছেন অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ক। রেকর্ড দামে তাকে দলে ভিড়িয়েছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। এদিকে বলিউডের আরেক তারকা প্রীতি জিনতার পাঞ্জাব কিংস ভুল করে এক ক্রিকেটারকে কিনে আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে।

সেদিনের আইপিএল নিলামের শেষ দিকের ঘটনা এটি। সে সময় নিলামে তোলা হয় শশাঙ্ক সিং নামের অনভিষিক্ত ভারতিয় এক ক্রিকেটারকে। আর তাকে দলে নিতে ২০ লাখ রুপির ডাকে সারা দেয় প্রীতির পাঞ্জাব। আর কোনো দল আগ্রহ না দেখানোয় পাঞ্জাবই পায় তাকে।

এরপরই বাঁধে বিপত্তি। নিলাম পরিচালনাকারী মল্লিকা সাগর পাঞ্জাব দলে শশাঙ্ককে নিশ্চিত করার প্রীতি এবং তার সহকর্মীরা জানান, এই ক্রিকেটারকে দলে নিতে চাননি তারা। ভুল করে নিয়ে ফেলেছেন। তাই তাকে আবার নিলামে ফিরিয়ে নতুন করে ডাকা হোক।

কিন্তু মল্লিকা সাগর জানান, শশাঙ্ক পাঞ্জাবে যাচ্ছে এটা নিশ্চিত করে হাতুড়ির ঘা পড়ে গেছে। তাই এটা প্রত্যাহার করে নেয়ার কোনো সুযোগ আর এখন নেই। এদিকে এ ঘটনা নিয়ে সমালোচনা শুরু হলে এক বিবৃতিতে পাঞ্জাব জানিয়েছে, তারা ভুল করে শশাঙ্ককে কেনেনি। অনেকদিন ধরেই এই ক্রিকেটারকে নজরে রেখেছিল তারা।

বার্তা বাজার/জে আই