চট্টগ্রাম ও কক্সবাজার জেলার বন্যা দূর্গত এলাকা ও বন্যা কবলিত রোহিঙ্গা ক্যাম্পে দূর্গতদের সহায়তায় কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন।

সেনা সদস্যরা চট্টগ্রামের লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলায় ও উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে বন্যাদূর্গতদের উদ্ধার, দুর্গতদের মাঝে শুকনো খাবার, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট সরবরাহ সহ চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

উখিয়া-টেকনাফের বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্পসমূহেও দুর্যোগ মোকাবেলার লক্ষ্যে সেনাবাহিনীর উদ্ধারকারী দল নিরলসভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ের পাদদেশে অবস্থিত ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের বসতঘর সংস্কার করেন। এ ছাড়া ক্যাম্পে পাহাড় ধস ও ভূমিধস মোকাবেলায় সেনাবাহিনীর সদস্যরা বিভিন্ন কার্যক্রমে অংশ নেন।

এই পর্যন্ত ভারী বর্ষণে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে দুজন রোহিঙ্গা নারী ও শিশু নিহত হন।

এছাড়াও ১০ পদাতিক ডিভিশন কন্ট্রোলরুম স্থাপন, চট্টগ্রাম ও কক্সবাজার জেলা প্রশাসন সহ অন্যান্য সংস্থার সাথে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রাখার পাশাপাশি সার্বক্ষণিক উদ্ধারকারী ও মেডিকেল টিম প্রস্তুত রেখেছে বলে জানিয়েছে সেনাবাহিনীর দায়িত্বশীল সূত্র।

বার্তা বাজার/জে আই