ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম জাহিদুল হাসান বলেন, খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুসমাজকে দূরে রাখে। গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। যারা ভালো খেলার মাধ্যমে বাংলাদেশকে বিশ্বমঞ্চে আরও শক্তিশালী করে তুলবে।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার হেলেঞ্চাহাটি-কঠুরাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে একটি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় উপজেলা চেয়ারম্যান আরও বলেন, সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে মনটাকে উৎফুল্ল রাখা যায়। যার ফলে বৃদ্ধি পায় শিক্ষার হার। এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষৎ প্রজন্মকে সুস্থ, সবল ও সৎ পথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগীতার হাত বাড়িয়ে দেওয়ার আহবান জানান তিনি।

স্থানীয় যুবসমাজ কর্তৃক আয়োজিত খেলায় উদ্বোধক ছিলেন, আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ মো. আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সভাপতি আহসান উদ্দৌলা রানা।

জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য ও সাবেক ইউপি সদস্য মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি কাজী কাওসার হোসেন টিটো, পৌর ছাত্রলীগের সভাপতি রায়হান আজিজ, গোপালপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান উজ্জ্বল ও বুড়াইচ ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম পলাশ প্রমুখ।

খেলায় গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম ফুটবল একাদশ বনাম বুড়াইচ ইউনিয়নের শৈলমারী ফুটবল একাদশ অংশ নেয়। ৯০ মিনিটের নির্ধারিত সময়সীমা শেষ হলে ১-০ গোলে এগিয়ে থেকে গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।

পরে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল, রানার্সআপ দল ও ম্যাচ সেরাদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

বার্তাবাজার/এম আই