রাত পোহালেই মিরপুরে পর্দা উঠবে বিপিএলের দশম আসরের। উদ্বোধনী ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে দুর্দান্ত ঢাকা। ঢাকার পেস ইউনিটের অন্যতম ভরসা তাসকিন আহমেদ। তবে মাঠে নামার আগে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন এই টাইগার পেসার।

ঢাকার নেতৃত্বের ভার উঠেছে মোসাদ্দেক হোসেন সৈকতের কাঁধে, আর সহ-অধিনায়ক তাসকিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) গণমাধ্যমের মুখোমুখি হন তাসকিন। এ সময় জাতীয় দলের অধিনায়কত্ব দেওয়ার বিষয়ে জানতে চাইলে তাসকিন বলেন, জি, অবশ্যই স্বপ্ন আছে। কেন নয়, সব খেলোয়াড়েরই এই (নেতৃত্ব দেওয়ার) স্বপ্ন থাকে। ধাপে ধাপে সবকিছুই হবে এক সময়।

নিজের দলকে নিয়ে এই সহ-অধিনায়ক বলেন, আমাদের দলটা অনেক তরুণ। সুজন স্যার আছেন, মোসাদ্দেক আছে, আমিও আছি। আরও অনেক অভিজ্ঞ ক্রিকেটার আছে। হয়তো অনেক বিদেশি ক্রিকেটার আসবে দেরিতে, কাউকে সঠিক সময়ে পাওয়া যাবে না।

তিনি বলেন, যে দলটা আছে এটাই যদি গুছিয়ে দলগত ভাবে খেলতে পারি, অবশ্যই ভালো কিছু হবে। আমার নিজের যে অভিজ্ঞতাগুলো আছে আমি সবসময় দলের জন্য শেয়ার করার চেষ্টা করবো। যাতে আমাদের দলটা উপকৃত হয়। আমি সাধ্যমত সর্বোচ্চ চেষ্টা করবো অধিনায়ককে সহযোগিতা করার। সবারই লক্ষ্য থাকবে ভালো করার, দলকে জেতানোর।

এ ছাড়াও সহ-অধিনায়ক তাসকিনের কাছে নিজেরে প্রত্যাশার কথা গণমাধ্যমকে জানিয়েছেন অধিনায়ক সৈকত। তিনি বলেন, তাসকিন সিনিয়র ক্রিকেটার। অনেকদিন ধরেই বাংলাদেশ ক্রিকেটে খেলছে সে। আর একজন পেসার হিসেবে এরই মধ্যে সে একটা উদাহরণ সেট করেছে, যে কিভাবে সংগ্রাম করে ফিরে আসতে হয়। কিভাবে দলে টিকে থাকতে হয়। সে হিসেবে সব সময়ই তাসকিনের কাছ থেকে ভালো কিছু আশা করি।

বার্তা বাজার/জে আই