৮ বীরঙ্গনাকে জাতীয় পতাকা দিয়ে সম্মানিত করলেন পুলিশ কর্মকর্তা

ডিসেম্বর মাস বিজয় মাস। এ মাসের ৮ডিসেম্বর পটুয়াখালী পাকহানাদার মুক্ত হয়। এ দিবসকে স্মরন করে পটুয়াখালীর ৮ বীরঙ্গনা নারীকে জাতীয় পতাকা ও জাতীয় পতাকা খচিত কাপ এবং জায়নামাজ দিয়ে সম্মানিত করেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তিযোদ্ধার সন্তান মোঃ মোস্তাফিজুর রহমান।

৭ ডিসেম্বর সন্ধ্যায় পটুয়াখালী সদর থানা কার্যালয়ে ৮ বীরঙ্গনা রিজিয়া বেগম, ফুলবরু, মনোয়ারা বেগম, হাজেরা, জামিনা, ছৈতুনেছা, আরোয়ারা ও মনোয়ারা বেগমকে জাতীয় পতাকা, জাতীয় পতাকা খচিত ম্যালামাইন কাপ, জায়নামায প্রদান করে সম্মান প্রদর্শন করেন ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এ সম্মান পেয়ে বীরঙ্গনা নারীরা নিজেদেরকে গৌরব মনে করেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর