‘৩০-৪০ টাকা দরে পেঁয়াজ খাওয়ানো নির্ভর করছে দেশীয় উৎপাদনের উপর’

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন ”ত্রিশ-চল্লিশ টাকা কেজিতে মানুষদের পেঁয়াজ খাওয়ানো নির্ভর করছে দেশীয় উৎপাদনের উপর”। শুক্রবার (৬ ডিসেম্বর) বেলা ১২ টায় ময়মনসিংহের ত্রিশালে মিনিস্টার হাই-টেক পার্ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মায়ানমার, মিশর ও পাকিস্তান থেকে পেঁয়াজ আমদানী করার পর দাম কিছুটা নিম্নমূথী হয়েছে। সরকারের ভর্তুকি দিয়ে হলেও টিসিবির পাশাপাশি ডিলারদের মাধ্যমেও ৪৫-৫৫ টাকা দরে সারাদেশে পেঁয়াজ দেয়ার চেষ্টা করা হচ্ছে। তবে আগামীতে দেশীয় উৎপাদনের উপরেই নির্ভর করছে পেঁয়াজের দাম।

এরআগে মিনিস্টার হাই-টেক পার্ক ইলেক্ট্রনিক্স লি. এর ফ্যাক্টরিতে এয়ার কন্ডিশনার ওরেফ্রিজারেটরের উৎপাদন কার্যক্রম পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন বাণিজ্যমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুল আজম, ময়মনসিংহ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভুঁইয়া, জেলা প্রশাসক মিজুনুর রহমান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির, মিনিষ্টার-মাইওয়ান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর দিলরুবা তনু প্রমূখ।

পরিদর্শনশেষে এক্সপো্র্ট প্রমোর্টস সংক্রান্ত সেমিনারে মিনিষ্টার-মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম. এ. রাজ্জাক খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর