সাভারে ইপিক গ্রুপে ইউনিট ২ এর আগুন নিয়ন্ত্রণে

ঢাকার সাভারের আশুলিয়ায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের দ্রুত তৎপরতায় নতুন ইপিজেড এলাকার ইপিক গ্রুপ ইউনিট ২ কারখানার আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। শুক্রবার (৬ ডিসেম্বর) ডিইপিজেড ফায়ার সার্ভিসের ২টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে এবং ১১টা ১০ মিনিটে সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয়।

এর আগে, সকাল ১০টা ০৪ মিনিটে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এর ইপিক গ্রুপের ২নং ইউনিটের ৬ তলা ভবনের ৫ম তলায় অগ্নিকান্ডের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নির্বাপণ করে।

এব্যাপারে মুঠোফোনে জানতে চাইলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার অহিদুল ইসলাম জানান, শুক্রবার সকাল আনুমানিক ১০ টায় ইপিক গ্রপ ইউনিট ২ তে আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর স্যার এর নেতৃত্বে ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে মুভ করে। পোশাক কারখানাটির ৬ তলা ভনের ৫ তলায় আগুন ছড়িয়ে পড়ে। আমাদের দুইটি ইউনিট এক ঘন্টা কাজ করে সম্পূর্ণ ভাবে আগুন নিভাতে সক্ষম হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্টিম আয়রন রুম থেকে আগুনের সূত্রপাত।

প্রসঙ্গত, সম্প্রতি সাভারে বিভিন্ন অগ্নিকাণ্ডের ঘটনায় ডিইপিজেড ফায়ার স্টেশনের অগ্নি সেনারা সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর ও স্টেশন অফিসার ওহিদুল ইসলাম এর সঠিক দিক নির্দেশনায় সক্ষমতার সাথে দেশের সম্পদ ও জনগণের সম্পদ রক্ষা ও জান মালের ক্ষয় ক্ষতির পরিমান কমিয়ে আনার কাজে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন।

প্রসঙ্গত আরও উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ডিইপিজেডের শাশা ডেনিম নামের পোশাক কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট মাত্র এক ঘন্টার চেষ্টায় সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর