ডিইপিজেডে পোশাক কারখানায় অগ্নিকাণ্ড

ঢাকার সাভারের আশুলিয়ার ‘ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড)’ এর একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ডিইপিজেডের শাশা ডেনিম নামের পোশাক কারখানাটিতে আগুন ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসের মোট ৭টি ইউনিট এক ঘন্টার চেষ্টায় সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এব্যাপারে সাভার ডিইপিজেড এর স্টেশন অফিসার ওহিদুল ইসলাম জানান, ‘আমরা বিকাল সাড়ে ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে সাথে সাথে আমাদের দুইটি ইউনিট নিয়ে রওয়ানা হই। সেখানে গিয়ে আগুনে ‘অ্যাটাক’ করি এবং পরে বিশেষ পানিবাহী গাড়ির ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। পরে সাভার থেকে ১টি এবং ধামরাই থেকে ২টি ইউনিট এলে মোট ৭টি ইউনিটের নিরলস চেষ্টায় বিকাল সাড়ে ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।’

বার্তা বাজারকে মুঠোফোনে তিনি আরও জানান, আগুনের সূত্রপাত ও ক্ষয়-ক্ষতির পরিমাণ সহ বিস্তারিত তথ্য তদন্ত শেষে জানানো হবে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর