ভাঙ্গা মেরুদন্ড ও পা নিয়ে মানবেতর জীবনযাপন করছে তৃতীয় লিঙ্গের মোহনা

পহেলা অক্টোবর রাতে ট্রাক দুর্ঘটনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় আদিতমারী থানার হিজড়া সরদার রোমানুল ইসলাম রিমন। যাকে সবাই মোহনা নামে চেনে।

লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের সাপটিবাড়ি বাজারের পাশে মধ্যরাতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোহনার ঘরে আঘাত হানে।এ সময় মোহনার মেরুদন্ডের হাড় ও পায়ের হাড় ভেঙ্গে যায় ও সে এবং তার এক সঙ্গী মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পরে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ পেলেও সেই টাকা ছাড়াও এখন পর্যন্ত আরও ৩০ হাজার টাকা গুনতে হয়েছে তার চিকিৎসার জন্য।

বর্তমানে মোহনা রংপুরের গুড হেলথ ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে। মোহনা ও তার পরিবারের ভাষ্যমতে সে এখনো কোন মন্ত্রণালয় বা কারো কাছ থেকে কোনো আর্থিক সহযোগিতা পায়নি।

চিকিৎসার জন্য এখনো প্রয়োজন প্রায় ১ লক্ষ টাকা। যা তার ও তার পরিবারের পক্ষে বহন করা অসম্ভব।

মোহনা বর্তমানে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের কাকেয়া ট্যাপা গ্রামে নিজ বাড়িতে রয়েছে।

সামর্থ্য না থাকার কারণে মোহনার চিকিৎসা প্রায় বন্ধ হয়ে যাওয়ার উপক্রম।

সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য মোহনা সকলের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছে। তৃতীয় লিঙ্গ বা হিজড়া হওয়ায় কারোরই সুদৃষ্টি পাচ্ছেনা মোহনা বার্তা বাজার কে এমনটা জানিয়েছেন তিনি ও তার সহপাঠীরা।
লালমনিরহাট জেলার সম্মানিত জেলা প্রশাসক সহ সকলের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেছে মোহনা ও তার পরিবার।

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ করার অনুরোধ রইলোঃ 01787973214( মোহনার ব্যক্তিগত মোবাইল নাম্বার)

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর