পাবনায় সিউরকেয়ারের শুভ উদ্বোধন ও আলোচনা সভা

পাবনায় সিউরকেয়ারের শুভ উদ্ধোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে পাবনা চক রামানন্দাপুর গাছপাড়া ব্র্যাক লার্নিং সেন্টার সেমিনার হল রুমে সিউরকেয়ারের শুভ উদ্ধোধন করেন পাবনা জেলা প্রশাসক কবীর মাহমুদ, এসময় তিনি তার বক্তব্যে বলেন পাইলট প্রকল্পের জন্য পাবনাকে নির্বাচিত করায় উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন আমাদের দেশের বেশিরভাগ মানুষ নিজের অজ্ঞতার কারণে সঠিক স্বাস্ব্যসেবা পায়না এই ভাবনা মাথায় রেখে দায়িত্বশীল স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে সিউরকেয়ার এর যে পদযাত্রা তা প্রশংসনীয়।

এসময় স্বাগত বক্তব্য রাখেন পাবনা জেলা পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম, সিউরকেয়ারের চেয়ারম্যান চৌধুরী হাফিজুল আহসান, সিউরকেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা লে: কর্ণেল মো: নাসির হায়দার (অব) পাবনা সিভিল সার্জন ড: মোঃ মেহেদী ইশবাল, গ্যাস্ট্রোএন্টারোলজি শহীদ সোহারাওয়ার্দী মেডিকেল কলেজের প্রফেসর এ এইচ এম রওশন, বাংলাদেশ ডায়াবেটিস এসোসিয়েশন প্রেসিডেন্ট প্রফেসর এ কে আজাদ খান, বঙ্গবন্ধু শেখ মজিবুর মেডিকেল বিশ^বিদ্যালয় প্রাত্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের উপাচার্য প্রফেসর মাহমুদ হাসান প্রমুখ।

উদ্ধোধন শেষে এক নজরে সিউরকেয়ার প্রমাণ্য চিত্র,উন্মুক্ত আলোচলা প্রশ্নোত্তর পর্বসহ নানা আয়োজন করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর