পুলিশের আইডি কার্ডসহ ভুয়া এসআই গ্রেফতার

নজরুল ইসলাম ওরফে লিমন (৩০) নামে এক ভুয়া এসআইকে গ্রেফতার করেছে পুলিশ গাইবান্ধা সরর থানা পুলিশ। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ খান মো শাহারিয়ার। এর আগে বুধবার রাতে অভিযান চালিয়ে রংপুরের পীরগাছা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ভুয়া এসআই নজরুল ইসলাম ওরফে লিমন রংপুর জেলার পীরগাছা উপজেলার তাম্বুলপুর গ্রামের বাবুল সরকারের ছেলে।

পুলিশ জানায়, নজরুল পুলিশের চাকরি দেয়ার কথা বলে গাইবান্ধা সদর উপজেলার ডেভিট কোম্পানি পাড়ার আবুল হাসেমের ছেলে হাফিজু রহমান ওরফে লিটনসহ তিন জনের কাছ থেকে ১১ লাখ ২০ হাজার টাকা হাতিয়ে নেয়।

পরে বিষয়টি তাদের সন্দেহ হলে তারা থানায় মামলা করেন। এছাড়াও নজরুল বিভিন্ন সময় পুলিশের ছবি এবং আইডি কার্ড দেখিয়ে চাকরি দেয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

ভুয়া এসআইকে গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড, দু্ই কপি পাসপোর্ট সাইজের পুলিশের পোশাক পরিহিত ছবি, একটি ন্যাশনাল আইডি কার্ড, একটি সাধারণ পাসপোর্ট সাইজের ছবি উদ্ধার করা হয়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর