নীলফামারীতে কিশোর-কিশোরী স্ব-যত্ন বিকাশে সম্মেলন ও প্রচারনা

নীলফামারীর ডিমলায় স্থানীয় পর্যাযে কিশোর-কিশোরী স্ব-যত্ন বিকাশে ও ক্ষমতায়নে সম্মেলন ও প্রচারনা অনুষ্ঠিত।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটরিয়াম কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিসেফ এলজিসি কর্মসূচি ও ইসিএমএই আরডিআরএস বাংলাদেশের এর সহযোগিতায় অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুন নাহারের সভাপতিত্বে বাল্যবিবাহসহ অন্যান্য সহিংসতার কুফল সম্পর্কে কিশোর-কিশোলীদের অবগত করা, সমাবেশে উপজেলার সকল কিশোর-কিশোরী সদস্যদের সমস্যা, মতামত পরামর্শ উপস্থাপনের জন্য সুযোগ দেয়া, বাল্যবিবাহ রোধ করার জন্য সংশ্লিষ্ট সকলের সকল উদ্যোগের সমন্বয়ক হিসেবে উপজেলা ও জেলা প্রশাসনকে কাছে পাওয়া, কিশোর-কিশোরী, শিক্ষক-শিক্ষিকা, মাতা-পিতা, ধর্মীয় নেতা ও রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে বাল্য বিবাহ সম্পর্কে ধারনাগত মতপার্থক্য দূর করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে আওয়াজ তোলার বিষয়ে বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান অতিথি স্থানীয় সরকার নীলফামারীর উপ-পরিচালক মোঃ আব্দুল মোতালেব সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা পঃ পঃ স্বাস্থ্য কর্মকর্তা সারোয়ার আলম, ইউপি চেয়ারম্যানগণ ও ডিমলা প্রেসক্লাবের সভাপতি মাজহারুল ইসলাম লিটন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর-কিশোরী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করেন।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর