সরকারি জমির মাটি বিক্রি, মেয়রের ভাইকে জরিমানা

বন্যা নিয়ন্ত্রন বেড়িবাঁধের স্লোপ ঘেঁষে খাপড়াভাঙ্গা নদীর তীর পর্যন্ত অন্তত এক একর খাস জমির মাটি কেটে বিক্রির অভিযোগে কুয়াকাটা পৌরসভার মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্দুল বারেক মোল্লার ছোট ভাই মোশাররফ মোল্লাকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

কলাপাড়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপ দাশের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমান আদালত মঙ্গলবার সন্ধ্যায় এ অর্থদন্ড দিয়েছেন। লতাচাপলী ইউনিয়নের মাইটভাঙ্গা স্পটে বেড়িবাঁধের স্লোপ থেকে নদী তীর পর্যন্ত মাটি কেটে বিক্রি করছিল মোশাররফ মোল্লা। মাটি ও বালুমহল ব্যবস্থাপনা আইন ২০১০ এ দন্ড দেয়া হয়। মাটি কাটার ফলে নদীভাঙ্গনে বেড়িবাঁধটির ব্যাপক ক্ষতি করা হয়েছে। ঝুকিপুর্ণ অবস্থার সৃষ্টি করা হয়েছে।

বার্তা বাজার/ডব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর