লক্ষ্মীপুরে উদ্বোধন হয়েছে ভূমি দিবস ও উন্নয়ন কর মেলা

লক্ষ্মীপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন হয়েছে ভূমি সেবা সপ্তাহ ও ভূমি উন্নয়ন কর মেলা। এ উপলক্ষে বুধবার সকালে জেলা কালেক্টরেট ভবনের সামনে থেকে একটি বনার্ঢ র‌্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে এসে আলোচনা সভায় মিলত হয়। জেলা প্রশাসনে উদ্যোগে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসন অঞ্জন চন্দ্র পাল। অতিরিক্ত জেলা প্রশাসক সফিউজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা জজকোর্টের সহাকারী কৌশলী শ্যামল কান্তি চক্রবর্তী, উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুর রিদোয়ান আরমান শাকিল, সহকারী কমিশনার ভূমি ফাহমিদা মুস্তফা। এসময় সরকারী বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে কালেক্টরেট ভবনের সামনে আয়োজিত উন্নয়ন কর মেলায় পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলা চলবে আগামী ১৬ এপ্রিল পর্যন্ত।

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর