পাখি শিকারিকে জরিমানা ও পাখি অবমুক্ত করলেন ইউএনও

নড়াইলের লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র পাখি শিকারির কবজা থেকে ১০টি দেশি-বিদেশি প্রজাতির পাখি উদ্ধার করে আকাশে অবমুক্ত করেছেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত পাখি শিকারিকে ৫ হাজার টাকা জরিমানাও করেন।

ইউএনও অফিসের সহকারী মো. শরিফুল ইসলাম জানান, লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের বাটিকাবাড়ি গ্রামের মৃত বাবু কাজীর ছেলে আমিরুল কাজী (৩২) দীর্ঘদিন ধরে দেশি-বিদেশি প্রজাতির পাখি শিকার ও বিক্রি করছিলেন। গোপন খবর পেয়ে মঙ্গলবার বিকালে নড়াইলের ডিবি পুলিশ দিঘলিয়া এলাকা থেকে পাখি শিকারকালে তাকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র তাঁর আদালতে পাখি শিকারীকে ৫ হাজার টাকা জরিমানা করেন। এ সময় বিচারক নিজেই পাখিগুলোকে আকাশে অবমুক্ত করেন।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর