আছে কাঁটাতারের বেড়া, তারপরও বন্ধ হচ্ছে না মাদক আসা

বিজয়নগর, আখাউড়া ও কসবার পুরো সীমান্তজুড়ে রয়েছে কাঁটাতারের বেড়া। তারপরও বন্ধ হচ্ছে না মাদক আসা।

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তে কাঁটাতারের বেড়া থাকার পরও থেমে নেই মাদক পাচার। গত দশ মাসে, জেলার সীমান্ত এলাকা থেকে প্রায় সোয়া লাখ পিস ইয়াবা ও প্রায় সাড়ে ১০ কোটি টাকার মাদক জব্দ করেছে বিজিবি।

স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করেই মাদক আনে পাচারকারীরা। পরে, তা সড়কপথ, রেলপথ কিংবা নৌ-পথে ছড়িয়ে পড়ে সারাদেশে।

সীমান্তবর্তী তিনটি থানায় বাড়তি নজরদারি করা হচ্ছে বলে জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ আলমগীর হোসেন।

আর, মাদক পাচারের টেকনাফ রুট অনেকটাই নিয়ন্ত্রিত উল্লেখ করে, মাদক ব্যবসায়ীরা এখন ইয়াবা পাচারের নতুন রুট ব্যবহার করছে বলে জানান বিজিবির উত্তর-পূর্বাঞ্চলের রিজিয়ন কমান্ডার এনডিসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাকির হোসেন।

এদিকে, জেলা প্রশাসন থেকে বলা হচ্ছে, টাস্কফোর্সের মাধ্যমে অভিযান করলে নিয়ন্ত্রনে চলে আসবে মাদক পাচার।

গত দশ মাসে, বিজিবির জব্দ করা প্রায় সাড়ে ১০ কোটি টাকার মাদক সম্প্রতি ধ্বংস করা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর