পদ ছাড়লেন গুগলের দুই প্রতিষ্ঠাতা

গুগলের মূল কোম্পানি আলফাবেট ইনকর্পোরেটেড থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির দুই সহপ্রতিষ্ঠাতা ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। আলফাবেটের প্রেসিডেন্ট ছিলেন ৪৬ বছর বয়সী ব্রিন, আর সিইও’র দায়িত্ব পালন করছিলেন তারই সমবয়সী পেইজ। এ সংবাদ প্রকাশ করে বিবিসি জানায়, পদ থেকে সরে দাঁড়ালেও প্রতিষ্ঠানটি বোর্ডে থাকছেন দু‘জনই।

আলফাবেটের বিবৃতির বরাতে সংবাদে জানানো হয়, সিইও পদে ল্যারি পেইজের স্থলাভিষিক্ত হচ্ছেন সুন্দর পিচাই।

২১ বছর আগে যৌথভাবে গুগল প্রতিষ্ঠা করেন ল্যারি পেইজ ও সের্গেই ব্রিন। প্রতিষ্ঠানটির কার্যক্রমের স্বচ্ছতা-জবাবদিহিনা নিশ্চিতে তারা ২০১৫ সালে আলফাবেট ইনকর্পোরেটেড প্রতিষ্ঠা করেন। এ সময় নতুন কিছু আবিষ্কারের চেষ্টায় এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান তারা।

গতকাল ৩ ডিসেম্বর, মঙ্গলবার এক ব্লগ পোস্টের মাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন এই দুই প্রযুক্তিবিদ। যৌথ চিঠিতে পেইজ-ব্রিন বলেন, ‘আমরা প্রতিষ্ঠানের শেয়ার হোল্ডার এবং সহপ্রতিষ্ঠাতা হিসেবে নিবিড় যোগাযোগ রাখব। আমরা কখনোই ক্ষমতা ধরে রাখতে চাইনি।’

এই মুহূর্তে গুগল এবং আলফাবেটের কোনো সিইও এবং প্রেসিডেন্ট দরকার নেই বলেও এতে জানান তারা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর